অভিবাসন, বহুমুখী কর্মসূচি নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » অভিবাসন, বহুমুখী কর্মসূচি নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১



ফাইল ছবি- প্রধান মন্ত্রী শেখ হাসিনা

বঙ্গ-নিউজ: অভিবাসন ব্যবস্থায় সুশাসন, মানসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মী ও পরিবারের কল্যাণ নিশ্চিতে বহুমুখী কর্মসূচি নিয়েছে সরকার। আজ শনিবার আন্তর্জাতিক অভিবাসী দিবসের বাণীতে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বছরে বিশেষ গুরুত্ব দিয়ে অভিবাসন ব্যবস্থায় নানা উদ্যোগ নেয়ার কথা জানান তিনি।

এর মধ্যে বিদেশে ৫টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনটিনিয়াল স্কুল তৈরি করতে যাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে অভিবাসীদের সন্তানরা বিদেশে বসে শিক্ষার সুযোগ পাবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই খাতের সঙ্গে সম্পৃক্ত সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, করোনার কারণে অনেক অভিবাসী দেশে ফিরে এসেছেন। তাদের জন্য স্বল্প সুদ ও সহজ শর্তে ঋণ দেয়া হচ্ছে, নেয়া হয়েছে পুনর্বাসন কার্যক্রম। এ ছাড়া প্রায় ৩ লাখ প্রবাসীকে টিকা দেয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

‘টেকসই উন্নয়নের মূলকথা, কেউ পিছিয়ে থাকবে না’ বাস্তবায়নে সবাইকে নিয়ে একযোগে কাজ করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ৫ মিলিয়ন বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা পর্যায় পর্যন্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা, কোর্স চালু, আন্তর্জাতিক সনদ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

যুবসমাজকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, তাদেরকে দক্ষ হতে হবে, বিশ্ব শ্রমবাজারে দেশের সুনাম রক্ষা করতে হবে। অভিবাসী কর্মী, তাদের পরিবারসহ অভিবাসন প্রক্রিয়া ও অভিবাসীদের কল্যাণে কাজ করছে সরকার।

বাংলাদেশ সময়: ২০:২৯:০৯   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


জাতীয় সংসদে বাজেট ২০২৩-২০২৪ উপস্থাপিত হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি: তথ্যমন্ত্রী
এরদোয়ানের বিজয়ে রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ
রাশিয়া কম দামে জ্বালানি বিক্রি করলে, আমরা কিনব-শেখ হাসিনা
যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বিষয়ে ভারত কি ভাবছে
বাংলাদেশ সংঘাত চায় না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সাফজয়ী ফুটবল কোচের পদত্যাগের ঘোষণা, নেপথ্যে কি
কেন বাংলাদেশের নির্বাচনকে এত গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র?
ইউক্রেনের হাসপাতালে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, ২৫ জন হতাহত
পরাজয় মেনে নিয়েছি: আজমত উল্লাহ খান


Bongo News News Archive

আর্কাইভ