‘ফাগুন আসে ; একুশ আসে’- মোসাম্মৎ আয়েশা আক্তার

Home Page » সাহিত্য » ‘ফাগুন আসে ; একুশ আসে’- মোসাম্মৎ আয়েশা আক্তার
সোমবার ● ২১ ফেব্রুয়ারী ২০২২


 ‘ফাগুন আসে ; একুশ আসে’

ফাগুন আসে ; একুশ আসে

রফিক, জব্বার আর বরকতেরই রক্তে ভিজে -
শিমুল ফোটে, পলাশ ফোটে।
বাংলার প্রথম ব্যাঞ্জনধ্বনি মুখে
কোকিল ডাকে মধুর স্বরে!

নগ্ন পায়ের প্রভাতফেরিতে
সকল বাংলাভাষা সৈনিক আসে চুপিসারে,
করে যায় সকল বাঙ্গালিকে
বাংলাভাষার চেতনার বলে বলীয়ান ;
সকল ভীরুপথ রুূ্দ্ধ করি
দীক্ষিত করে বাঙ্গালিকে হতে আগুয়ান!

প্রভাতফেরির শ্লোগানে শ্লোগানে-
মুখরিত হয় বাংলার জনপদ।
রক্তে বাঙ্গালির দেশপ্রেমের জাগে উম্মাদনা,
ধ্বনিত হয় বাঙ্গালি জাতি সত্ত্বা
ভাবনার শুরুর পথ।
বাংলা বর্ণমালায় ছেয়ে যায় -
পোস্টার, ব্যানার, পাণ্ডুলিপি আরো কত কি!
লেখা হয় ফেব্রুয়ারির ভাষা শহিদ আর সৈনিকের
আত্মত্যাগের মহান ইতিকথা!

মোসাম্মৎ আয়েশা আক্তার

বাংলাদেশ সময়: ২:৩০:১৯ ● ৬৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ