বৃহস্পতিবার ● ৩ মার্চ ২০২২

কলকাতা বইমেলায় ‘কবি শঙ্খ ঘোষ মঞ্চ’ উদ্বোধন করেছেন কামাল আবদুল নাসের চৌধুরী

Home Page » জাতীয় » কলকাতা বইমেলায় ‘কবি শঙ্খ ঘোষ মঞ্চ’ উদ্বোধন করেছেন কামাল আবদুল নাসের চৌধুরী
বৃহস্পতিবার ● ৩ মার্চ ২০২২


ফাইল ছবি
বঙ্গনিউজঃ  বুধবার সন্ধ্যায় ৪৫তম কলকাতা বইমেলায় বাংলাদেশের পরম বন্ধু ভারতের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষের নামে মঞ্চের উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

এ বছর বাংলাদেশকে থিম কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে কলকাতা বই মেলা।

কলকাতা বইমেলার লিটল ম্যাগাজিন মণ্ডপের পাশে ‘কবি শঙ্খ ঘোষ মঞ্চ’ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুম্বাইয়ের নাট্য ব্যক্তিত্ব শিবাজী সেনগুপ্ত, গিল্ডের সম্পাদক ও লেখক ত্রিদিব চট্টোপাধ্যায়, গুরুচণ্ডালী-র কর্ণধার ও লেখক সৈকত বন্দ্যোপাধ্যায়, কবি শঙ্খ ঘোষের কন্যা ও লেখিকা সেমন্তী ঘোষ, কবি অধ্যাপক অভীক মজুমদার, কবি প্রসূন ভৌমিক, প্রকাশক ও লেখিকা রূপা মজুমদার, রাজ্যের মন্ত্রী ও লেখক ড. হুমায়ুন কবীর, গিল্ডের সভাপতি প্রকাশক সুধাংশু শেখর দে, ঔপন্যাসিক সাংবাদিক প্রচেত গুপ্ত, বাংলাদেশের বিশিষ্ট কবি তারিক সুজাত, প্রকাশক অপু দে প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক ড. ইমানুল হক। গান‌ শোনান সহজ মানুষ তীর্থ, ড. আকিকুল ইসলাম, জয়শঙ্কর, প্রাণেশ সোম।

বাংলাদেশ সময়: ১২:১১:৩৯ ● ৪৩৪ বার পঠিত