বুধবার ● ৯ মার্চ ২০২২

শাহনাজ পারভীন মিতার গ্রন্থ ও জীবনী

Home Page » সাহিত্য » শাহনাজ পারভীন মিতার গ্রন্থ ও জীবনী
বুধবার ● ৯ মার্চ ২০২২


 শাহনাজ পারভীন মিতা

শাহনাজ পারভীন মিতা
১৯৬৮ সালের ২৪ সেপ্টেম্বর ঢাকার মতিঝিল কলোনিতে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আব্দুল মান্নান কবি, শিক্ষানুরাগী, সরকারি কর্মকর্তা ছিলেন, মা নূরুন নাহার বেগম।
শাহনাজ পারভীন মিতা মতিঝিল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ১৯৮৩ সালে এসএসসি এবং বেগম বদরুন্নেসা মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। ইডেন মহিলা কলেজ থেকে বিএ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে এমএ করেন। এছাড়াও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে টিচার্স ট্রেনিং কলেজ থেকে কৃতিত্বের সাথে বিএড সম্পন্ন করেন। তিনি কিছুদিন শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলেন। ১৯৮৫ সালে মাহদুদ জামান বাপ্পীর সাথে। পরিণয় সূত্রে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তান, সামিন এবং টুইংকেল।

শাহনাজ পারভীন মিতা ছোটোবেলা থেকেই বাবার কবিতা রচনা দেখে সাহিত্যের প্রতি অনুরাগী হয়ে ওঠেন। লেখালেখির সাথে যুক্ত হন মধ্যবয়সে এসে। কথামালা তুমি কবির প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ।

কথামালা তুমি

বাংলাদেশ সময়: ১৩:২৭:২০ ● ৮৪৫ বার পঠিত