রবিবার ● ২২ মে ২০২২

এন’গলো কান্তে হলো চেলসিয়ের ইঞ্জিন

Home Page » খেলা » এন’গলো কান্তে হলো চেলসিয়ের ইঞ্জিন
রবিবার ● ২২ মে ২০২২


ফাইল ছবি

বঙ্গ নিউজ খেলার খবরঃ

ফুটবল প্রিমিয়ার লিগ :  ক্রিস্টিয়ানো রোনালদোর শারীরিক ক্ষমতা, ইব্রাহিমোভিচের শরীরের নমনীয়তা, সের্হিও রামোসের হেডে দক্ষতা, এমবাপ্পের গতি, মেসির বাঁ পা, আমার ডান পা, লেভানডফস্কির জায়গা নেওয়ার দক্ষতা, কান্তের ট্যাকলিং আর মাঝমাঠে ভেরাত্তির সৃষ্টিশীলতা’—বছরখানেক আগে নেইমারের উত্তরটা ছিল এমন। পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছে প্রশ্ন ছিল, তাঁর চোখে আদর্শ ফুটবলার কে? চেলসি কোচ টমাস টুখেলকে এমন কোনো প্রশ্ন করা হয়নি। তবে নিজ দলের মিডফিল্ডার এনগোলো কান্তের বর্ণনায় যা বলেছেন টুখেল, তাতে নেইমারের আদর্শ ফুটবলারের বিশ্লেষণ মনে পড়তে পারে অনেকের। টুখেলের চোখে, লিভারপুলে মো সালাহ আর ভার্জিল ফন ডাইক যা, পিএসজিতে নেইমার বা কিলিয়ান এমবাপ্পে যতটা গুরুত্বপূর্ণ, ম্যানচেস্টার সিটিতে কেভিন ডি ব্রুইনা যেমন…চেলসিতে কান্তে তা-ই। নিজেদের মাঠে লেস্টার সিটির বিপক্ষে লিগে গতকাল পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে চেলসি। গ্যালারিতে ক্লাবের সম্ভাব্য নতুন মালিক টড বোয়েলির উপস্থিতিতে জয় পেল না চেলসি। তবে এ ড্রয়ে চেলসির পয়েন্ট তালিকার তিনে থেকেই লিগ শেষ করা অনেকটা নিশ্চিত হয়ে গেছে। কিন্তু এই তৃতীয় হওয়াকেই ‘মিরাকল’ জানিয়ে এর পেছনের কারণের বিশ্লেষণে চেলসি কোচ টুখেল নিয়ে এলেন কান্তের কথা। আরও নির্দিষ্ট করে বললে কান্তের অনুপস্থিতির কথা। চোটে চোটে মৌসুমটাতে এবার ঠিকমতো খেলতেই পারেননি ফরাসি মিডফিল্ডার, গতকালই শুরুর একাদশে নেমেছেন ২৮ এপ্রিলের পর প্রথমবার। এবারের মৌসুমে লিগে ৩৮ ম্যাচের মধ্যে ২০টিতে খেলতে পেরেছেন কান্তে।

বাংলাদেশ সময়: ১৪:২১:৩৯ ● ৫৭৩ বার পঠিত