কারাগারে পাঠানো হলো হাজী সেলিমকে

Home Page » জাতীয় » কারাগারে পাঠানো হলো হাজী সেলিমকে
রবিবার ● ২২ মে ২০২২


ফাইল ছবি-হাজী সেলিম

বঙ্গ-নিউজ:: সরকার দলীয় সংসদ সদস্য হাজী সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে। দুর্নীতির মামলায় হাইকোর্টের রায়ে ১০ বছরের কারাদণ্ড বহাল থাকায় উচ্চ আদালতের রায়ে আত্মসমর্পণ করেন আলোচিত এই রাজনীতিক। আত্মসমর্পণ করার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

্আজ রোববার (২২ মে) শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম। এর আগে যে কোনো শর্তে জামিনের আবেদন করেছিলেন হাজী সেলিমের আইনজীবী। তবে সেটা আমলে নেননি বিচারক।

আদালতে হাজী সেলিমের আইনজীবী শ্রী প্রাণ নাথ বলেন, আমার মক্কেল হাজী সেলিমের ওপেন হার্ট সার্জারি হয়েছে। এছাড়া মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অনেক দিন ধরে তিনি বাক-শক্তিহীন। এ অবস্থায় কারাগারে পাঠানো হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই তাকে জামিন দেওয়া হোক।

বাংলাদেশ সময়: ২১:২৩:১২ ● ৩৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ