নেইমারের পাল্টা ‘জবাব’ আর্জেন্টিনাকে

Home Page » খেলা » নেইমারের পাল্টা ‘জবাব’ আর্জেন্টিনাকে
রবিবার ● ৫ জুন ২০২২


 ফাইল ছবি

বঙ্গনিউজ খেলার খবর : ফাইনালিসিমা জয়ের পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ব্রাজিল জাতীয় দলকে নিয়ে ঠাট্টা করেছিলেন। সেটা ভালো লাগেনি হলুদ জার্সিধারীদের অন্যতম ভরসা নেইমার জুনিয়রের কাছে। তাই মেসির দলের ঠাট্টার পাল্টা জবাব দিয়েছেন প্যারিস সেন্ট জার্মেই, পিএসজির এই তারকা ফরোয়ার্ড।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ইতালিকে পাত্তা না দিয়ে একক ফুটবল প্রদর্শনী দেখিয়েছে আর্জেন্টিনা। গত ১ জুন দিবাগত রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রবার্তো মানচিনির দলকে ৩-০ গোলে পরাজিত করেছে আলবিসেলেস্তেরা। তাদের হয়ে একটি করে গোল করেন লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া ও পাওলো দিবালা।
ফাইনালিসিমা জেতার পর স্বাভাবিকভাবেই ড্রেসিংরুমে বাঁধভাঙা উল্লাসে মেতেছিল আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা। শিরোপা উদযাপনের সময় খেলোয়াড়রা সুরে সুরে গাইতে থাকেন, ‘কী হলো ব্রাজিল? তোমরা কি এখনও আমাদের পরাজয় দেখার অপেক্ষা করছো? আমাদের জয় দেখে কি ভয় পেয়ে গেলে? মেসি এর আগে কোপা আমেরিকা জিতেছে। ওর বাঁ পায়ের জাদু সবাইকে মুগ্ধ করে। জানি এটা তোমাদের কষ্ট দেয়।

চলতি বছরের নভেম্বরে কাতারের মাটিতে বসবে ফুটবল বিশ্বকাপের এবারের আসর। সেখানে দারুণ কিছু করার ইঙ্গিত দিয়েছেন নেইমার। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলের প্রাণভোমরা চিরপ্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড়দের কটাক্ষের জবাব দিয়েছেন এইভাবে, ‘আপনারা কি বিশ্বকাপ জিতেছেন?

বাংলাদেশ সময়: ১২:৫০:৩৭ ● ৬৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ