সোমবার ● ৪ জুলাই ২০২২

প্রধানমন্ত্রী পুত্র-কন্যা সহ সেতু পারি দিয়ে গোপালগঞ্জ গেলেন

Home Page » জাতীয় » প্রধানমন্ত্রী পুত্র-কন্যা সহ সেতু পারি দিয়ে গোপালগঞ্জ গেলেন
সোমবার ● ৪ জুলাই ২০২২


পদ্মা সেতুতে ছবি তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পুত্র-কন্যা

বঙ্গ-নিউজ:পদ্মা সেতু উদ্বোধনের পর মাননীয় প্রধানমন্ত্রী পুত্র-কন্যা সহ সেতু পারি দিয়ে গোপালগঞ্জ  গেলেন।  পদ্মা সেতু হয়ে সড়কপথে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবারের (৪ জুলাই) এই সফরে তার সঙ্গে ছিলেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। এ সময় সেতুর ওপর গাড়ি থামিয়ে কিছু সময় পার করেন শেখ হাসিনা এবং মেয়ে পুতুলের ক্যামেরায় ছেলেকে নিয়ে সেলফি তোলেন।

সকাল ৮টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮টা ৪৮ মিনিটে মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল পরিশোধ করে পদ্মা সেতুতে ওঠেন। সেতুর মাঝামাঝি গিয়ে কিছুক্ষণ থামেন। সেখানে দুই সন্তানকে নিয়ে তোলা সেলফি ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট করেন সজীব ওয়াজেদ জয়।

দুপুর ১২টার কিছুক্ষণ আগে গোপালগঞ্জে নিজের পৈত্রিক বাড়িতে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় আওয়ামী লীগের নেতারা দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

বাংলাদেশ সময়: ২১:১৭:০৭ ● ৮৪৫ বার পঠিত