শনিবার ● ১৬ জুলাই ২০২২

খুব খারাপ সময়, খুব ঝুঁকিপূর্ণ সময় অতিবাহিত হচ্ছে : ওবায়দুল কাদের

Home Page » জাতীয় » খুব খারাপ সময়, খুব ঝুঁকিপূর্ণ সময় অতিবাহিত হচ্ছে : ওবায়দুল কাদের
শনিবার ● ১৬ জুলাই ২০২২


সড়ক ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের

বঙ্গ-নিউজ: ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খুব খারাপ সময়, খুব ঝুঁকিপূর্ণ সময় অতিবাহিত হচ্ছে। এ সময় সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনাভাইরাসের পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। আমরাও তার বাইরে নই।

ওবায়দুল কাদের বলেন, শ্রীলঙ্কার কথা বাদই দিলাম, ইংল্যান্ড-আমেরিকার মতো বড় বড় দেশে মূল্যস্ফীতি-মুদ্রাস্ফীতি মারাত্মক আকার ধারণ করেছে। জ্বালানি তেলের জন্য চারদিকে হাহাকার বাড়ছে, জিনিশপত্রের দাম চলে যাচ্ছে নাগালের বাইরে। স্বাভাবিকভাবেই বাংলাদেশও যাচ্ছে কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে।

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা রাত জেগে থাকেন, যেন দেশের মানুষ ঘুমাতে পারে। তিনি একটা দুঃসাহসী চ্যালেঞ্জ নিয়েছেন। এই চ্যালেঞ্জে তার পাশে থাকতে হবে। তাকে সমর্থন দিতে হবে। এখন নিজেদের মধ্যে কোন্দল করা কিংবা বিভাজনের সময় নয়।

বাংলাদেশ সময়: ২১:০৬:৪৭ ● ৫০২ বার পঠিত