অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ‘খুকু তুমি’

Home Page » সাহিত্য » অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ‘খুকু তুমি’
মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০২২


‘খুকু তুমি’ কবিতা

খুকু তুমি ফুল কলি
নাচ গাও চূল খুলি।

খেতে চাও দুধে ভাতে
মিষ্টি মাখা মায়ের হাতে।

ফুল তুলে গাঁথ মালা
হেসে খেলে ফুরায় বেলা।

খুকু তুমি সোনার খনি
মায়ের চোখে মুক্তা মণি।

এক্কা দোক্কা আরো কত
মন ভরে খেলো তত।

দুই চোখে এলে ঘুম
মা দেয় গালে চুম।

খুকী তুমি মুড়ি খাও
ঝাল মুড়ি আরো চাও।

চাঁদনি রাতে মায়ের সাথে
গল্প শুনে থাকো মেতে।

ফুলের মালা গলায় দিয়ে
মাকে রাখো বুকে জড়িয়ে।

আয় খুকু মা ডাকে
কপালে চুম দিয়ে রাখে।

ড. গোলসান আরা বেগম

বাংলাদেশ সময়: ২২:৪৯:২৪ ● ৬১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ