কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত : ১৫ আরোহীর মৃত্যু

Home Page » বিশ্ব » কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত : ১৫ আরোহীর মৃত্যু
বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬


কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত : ১৫ আরোহীর মৃত্যু

উত্তর কলম্বিয়ায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আরোহী ১৫ জনের সবাই নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা ‘সাতেনা’ এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তাদের ‘বিচক্রাফট ১৯০০’ মডেলের উড়োজাহাজটি এক প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়েছে। ইতিমধ্যে পার্বত্য অঞ্চলে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উড়োজাহাজের যাত্রীদের তালিকায় দেশটির আইনপ্রণেতা দিও কুইনতেরো আমায়া এবং আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদোর নাম রয়েছে। সাতেনা কর্তৃপক্ষ জানায়, বুধবার স্থানীয় সময় ১২:০৫ মিনিটে (১৭:০৫ জিএমটি) ভেনেজুয়েলা সীমান্তবর্তী ওকানা শহরে অবতরণের কথা ছিল ফ্লাইট ‘এনএসই ৮৮৪৯’-এর। তবে অবতরণের ঠিক ১১ মিনিট আগে উড়োজাহাজটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

উড়োজাহাজটি কুকুতা শহর থেকে ১৩ জন যাত্রী ও ২ জন ক্রু নিয়ে ওকানার উদ্দেশ্যে যাত্রা করেছিল। দুই শহরের দূরত্ব ছিল প্রায় ১০০ কিলোমিটার। উড়োজাহাজটির নিখোঁজের খবর পাওয়ার পরপরই পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়। কলম্বিয়ার সশস্ত্র বাহিনী এই উদ্ধার অভিযানে সরাসরি সহযোগিতা করছে। সূত্র : বিবিসি।

বাংলাদেশ সময়: ১০:৫৬:১০ ● ৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ