মধ্যনগরে দৈনিক ভোরের ডাকে নিয়োগ পেলেন অমৃত জ্যোতি সামন্ত

Home Page » সারাদেশ » মধ্যনগরে দৈনিক ভোরের ডাকে নিয়োগ পেলেন অমৃত জ্যোতি সামন্ত
সোমবার ● ১২ ডিসেম্বর ২০২২


অমৃত সামন্তস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় বাংলাদেশের সুনামধন্য ও নিবন্ধনকৃত দৈনিক ভোরের ডাক পত্রিকায় নিয়োগ পেয়েছেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পেশাদার সংবাদকর্মী অমৃত জ্যোতি রায় সামন্ত।বাংলাদেশের জনপ্রিয় প্রিন্ট ও অনলাইন দৈনিক ভোরের ডাক কতৃপক্ষের সাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে অমৃত জ্যোতি রায সামন্ত স্বশরীরে রাজধানীর প্রধান কার্যালয়ে ৫ই ডিসেম্বর২২ইং বিকেলে যোগদান করেন।


নিয়োগপত্র হাতে পেয়ে জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার মধ্যনগর প্রতিনিধি অমৃত জ্যোতি রায় সামন্ত বলেন সকলপ্রতিবন্ধকতা পেরিয়ে দীর্ঘদিনের প্রচেষ্টার সুফল জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকায় নিয়োগ পাওয়া।এটা মধ্যনগর এলাকার সকলের সহযোগিতা ও আর্শিবাদ ও দোয়ায়।দৈনিক ভোরের ডাক কাগজের সম্পাদক ও প্রকাশক মোঃবেলায়েত হোসেন মহোদয় তথা কতৃপক্ষের সকলেন প্রতি কৃতঞ্জতা জানাই।পাশাপাশি ভাটির রাজধানী মধ্যনগর উপজেলার সকল ধরনের সংবাদ আদানপ্রদানে সকলশ্রেণী পেশার জনমানুষ ও সুধীজনের পুর্ণাঙ্গ সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৮:৪০:০৫ ● ৪৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ