মধ্যনগরে ফাঁসিতে ঝুলে নবজাতকের জননীর আত্নহত্যা

Home Page » সারাদেশ » মধ্যনগরে ফাঁসিতে ঝুলে নবজাতকের জননীর আত্নহত্যা
বৃহস্পতিবার ● ৫ জানুয়ারী ২০২৩


মধ্যনগরে ফাঁসিতে ঝুলে নবজাতকের জননীর আত্নহত্যাসাজেদা আহমেদ,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জের মধ্যনগর  উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে গলায় ওড়না পেচিয়ে  নবজাতকের  জননী রুনা আক্তার (২০)নামে গৃহবধূ আত্নহত্যা করেছে।সে ওই ইউনিয়নের মাকরদি গ্রামের দিলন মিয়ার স্ত্রী।

বৃহস্পতিবার(৫ জানুয়ারি)  দুপুরে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের পলমাটি গ্রামে এই ঘটে।

স্থানীয়রা জানায়,বছর দুয়েক আগে পলমাটি গ্রামের শাহিন মিয়ার মেয়ের সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী মাকরদি গ্রামের দিলন মিয়ার। বিয়ের পর দুজনের সংসার ভালোই চলছিল। গত কয়েকমাস আগে বাবার বাড়িতে আসে রুনা আক্তার।সেখানে ৬ দিন আগে সে এক নবজাতক সন্তানের জন্ম দেয়।পরে আজ  দুপুরে হঠাৎ করেই রুনার বাবার বাড়িতে নবজাতক সন্তান রেখে ঘরের দরজা বন্ধ করে সে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করে।পরে স্থানীয়রা মধ্যনগর থানা পুলিশ কে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ এসে ওই নবজাতক সন্তানের জননীর মরদেহ উদ্ধার করে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ জাহিদুল হক বলেন,আত্নহননকারী ওই নবজাতকের জননীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:১২:১১ ● ৪৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ