বৃহস্পতিবার ● ২৬ জানুয়ারী ২০২৩

জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা,নিহত ৯

Home Page » জাতীয় » জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা,নিহত ৯
বৃহস্পতিবার ● ২৬ জানুয়ারী ২০২৩


সংগৃহীত ছবি-ফিলিস্তিনে ইসরায়েল বাহিনীর গুলি,নিহত ৯

বঙ্গ-নিউজ: পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১৬ ফিলিস্তিনি। এ নিয়ে চলতি মাসে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়াল ২৯। খবর এএফপি ও মিডল ইস্ট আই।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ইসরায়েলের বিপুল অস্ত্রসজ্জিত একটি সৈন্যদল পণ্য পরিবহনের ট্রাকে চড়ে জেনিনের ফিলিস্তিনি বসতিতে হানা দেয়। সেখানকার একটি ভবন গুঁড়িয়ে দেওয়ার জন্য ট্রাকের পেছনে বুলডোজার নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীকে বাধা দিতে সৈন্যরা এলোপাথাড়ি গুলি চালায়। এ সময় ৯ জন ঘটনাস্থলে নিহত হয়। এদের মধ্যে ৫০ বছর বয়সী এক নারী রয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখরদার বাহিনীর গুলিতে ৯ জন শহীদ হয়েছে। স্থানীয় সময় দুপুর পর্যন্ত ১৬ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, এটা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতার সুযোগ নিয়ে ইসরায়েলি দখলদার সরকারের বর্বরতা। এই নিরবতাই সারাবিশ্বের চোখের সামনে আমাদের জনগণের ওপর গণহত্যা চালাতে দখলদার সরকারকে উৎসাহিত করে।

ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলাহ বলেছেন, পরিস্থিতি খুব গুরুতর। ইসরায়েলি সৈন্যরা শরণার্থী শিবিরের প্রবেশপথ আটকে রাখায় রেড ক্রিসেন্টের স্বাস্থ্যকর্মীরা আহতদের উদ্ধার করতে পারছে না। ইসরায়েলি সৈন্যরা জেনিন সরকারি হাসপাতালে জোরপূর্বক ঢুকে সেখানকার পেডিয়াট্রিক বিভাগে টিয়ার গ্যাস সেল ছুড়েছে বলেও তিনি জানান।

সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ধোঁয়ায় আচ্ছন্ন হাসপাতালের করিডরে শিশুদের কোলে নিয়ে ছুটাছুটি করছেন নারীরা। একটি ছবিতে সৈন্যদের গুলিতে রেড ক্রিসেন্টের লোগো সম্বলিত গাড়ি ঝাঁঝরা হয়ে পড়ে থাকতে দেখা গেছে। গাড়ির চালকের আসনে স্বাস্থ্যকর্মীর পোশাক পরিহিত এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। আরেকটি ভিডিওতে রাস্তায় রক্তের দাগ দেখা যায়।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, গোপন সূত্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনার খবর পেয়ে সৈন্যরা জেনিন শরণার্থী শিবিরে ঢুকেছে। হাসপাতালে টিয়ার গ্যাস ছোঁড়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি মুখপাত্র কোনো মন্তব্য করেননি।

ফিলিস্তিনি সাংবাদিক আনাস হুয়াইশেহ বলেছেন, জেনিন পুরো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। কেবল মৃত্যু ও ধ্বংসযজ্ঞ। এই দৃশ্য দেখে ২০০২ সালে জেনিন ক্যাম্পে ইসরায়েলি দখলের কথা মনে পড়ছে, যখন দ্বিতীয় ইন্তিফাদা শুরু হয়েছিল।

বাংলাদেশ সময়: ২০:৩৮:১৭ ● ২৭৫ বার পঠিত