সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
সোমবার সকালে উপজেলার মমিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠানের সভাপতি মহিবুল কিবরিয়ার সভাপতিত্বে ও শিক্ষক শামীউল কিবরিয়া তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন। এছাড়াও বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান,জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শামসুল আরেফিন খান,ধর্মপাশা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম।