বি বিএ পাশ করলেন গ্র্যাজুয়েট হলেন সাকিব আল হাসান

Home Page » খেলা » বি বিএ পাশ করলেন গ্র্যাজুয়েট হলেন সাকিব আল হাসান
রবিবার, ১৯ মার্চ ২০২৩



বক্তৃতা রাখছেন তারকা ক্রিকেটার

বঙ্গনিউজঃ  মাঠের বাইরে নানা সময়ে ভিন্ন ভিন্ন রূপে দেখা মেলে সাকিব আল হাসানের। কখনো ব্যবসায়ী সাকিব, কখনো রাধুনি সাকিব, কখনো অভিনেতা সাকিব আবার কখনো দেখা মেলে মানবিক সাকিবের৷ তবে ‘ছাত্র’ সাকিবের দেখা পাওয়া বিরল ঘটনা। কিন্তু এবার এআইইউবি’র সমাবর্তন অনুষ্ঠানে দেখা গেল ছাত্র সাকিব আল হাসানকে।

এআইইউবি’র সমাবর্তনের মঞ্চে কালো-সবুজ গাউন গায়ে দেখা মেলে সাকিব আল হাসানের। ৩৫ বছর বয়সে এসে আজ গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন সাকিব। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে শিক্ষাক্ষেত্রের এই স্বীকৃতি নিলেন তিনি।

২০০৯-১০ সেশনে এআইইউবির বিবিএ ভর্তি হন সাকিব। তবে ক্রিকেটের ব্যস্ততার ফলে ভর্তির ১৪ বছর পর এসে আজ স্নাতক শেষ করলেন তিনি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি সম্পন্ন করার সম্মানসূচক মেডেল গ্রহণ করেন সাকিব।

সমাবর্তনে অংশ নিয়ে সাকিব বলেন, ‘অনেক বছর হয়েছে আমার ক্রিকেট খেলার, তখনো আম্মা যখন ফোন করতেন, জিজ্ঞেস করতেন যে পড়াশোনার কী অবস্থা? আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে অবশেষে আমার একটা স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি কিছু অর্জন আছে আমার, তবে এটা সব সময় আমার স্বপ্ন ছিল।’

স্নাতক শেষ করে বেশ উচ্ছ্বসিত সাকিব আল হাসান। বিষয়টাকে টেস্ট ক্যাপ পাবার মতো আনন্দের বলে উল্লেখ করে সাকিব বলেন, ‘টেস্ট ম্যাচে যখন অভিষেক হয়েছিল (সমাবর্তনের কালো হ্যাট দেখিয়ে), ক্যাপটা যখন পেয়েছিলাম ঠিক সেই অনুভূতি হচ্ছে আজকে।’

সাকিব আরো যোগ করেন, ‘তিন বছর হয়ে গেছে আমার ক্রিকেট খেলার, তখনো আম্মা যখন ফোন করে জিজ্ঞেস করতেন যে পড়াশোনার কী অবস্থা? আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে অবশেষে আমার একটা স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি কিছু অর্জন আছে আমার, তবে এটা সব সময় আমার স্বপ্ন ছিল।’

বাংলাদেশ সময়: ২২:১৪:১৬   ৫৭ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


মাত্র ১০১ রানেই অলআউট আয়াল্যান্ড
বি বিএ পাশ করলেন গ্র্যাজুয়েট হলেন সাকিব আল হাসান
ব্যাটে-বলে অলরাউন্ডিং পারফরম্যান্স বাংলাদেশের, ধরাশায়ী ইংল্যান্ড
অভিষেকেই বাজিমাত বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের মেয়েদের !
বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানালেন মেসির মা
জানতাম বিশ্বকাপ জিতবো- মেসি
তৃতীয়স্থান দখল বা ‘ব্রোঞ্জ পদক’ পাওয়ার লড়াই
রোববার ফাইনাল, কে পাবে শিরোপা - আর্জেন্টিনা নাকি ফ্রান্স ?
দীপিকা কাতার বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচন করবেন
মেসির জন্য ‘আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক’


Bongo News News Archive

আর্কাইভ