কাজী হেমায়েত হোসেনের কবিতা “মায়ার বাঁধন ”

Home Page » সাহিত্য » কাজী হেমায়েত হোসেনের কবিতা “মায়ার বাঁধন ”
শনিবার ● ৩ জুন ২০২৩


কবি   কাজী হেমায়েত হোসেন
ছায়া ঘেরা পাখি ডাকা মায়ার বাঁধনে আঁকা
আমারই গ্রামখানি রামচন্দ্রপুর
নড়াইলের সন্নিকটে, রাজধানী ঢাকা থেকে
তিন ঘন্টার পথ,নয় বহুদূর।।
ইচ্ছে করে ফিরে যেতে সেই হৃদয় জুড়ানো
মন মাতানো নিবিড পল্লীর গায়
সেখানে অতি যতনে মায়ার বাঁধনে আছে শুয়ে
মাতা পিতা আমার চির নিদ্রায়।।
সবুজ শ্যামল ফসলের মাঠ মাথার উপর গগন
ললাটে ডেকে কয় গোপনে
যে আলো বায়ু,কাদা জলে বেড়ে ওঠা তাদের ভুলে ইট পাথরের মাঝে রয়েছো কেমনে?
বর্ষার মাঠে সাথীদের নিয়ে ডুঙ্গা বেয়ে দেখেছো
পাখ পাখালির অবাদ বিচরণ
রোদে পুড়ে,বৃষ্টিতে ভিজে সাদা নীল শাপলা তুলে
বর্ষার জলে করেছো অবগাহন।।
চৈতি চৈতি মাঠে দেখেছো মায়া মরিচিকা শুনেছো ফসল কাটা মাঠের বুকে রিক্ত হাহাকার
মাঠে উড়াইছো ঘুড়ি চরাইছো গরু, আজ স্মৃতির আসরে মধুময় বাসবে ভাসে বারবার।
হুমায়ুন, হারু,বালাম, আঁকা, খয়ের, শাহাদত সাথী হারা পথিক আমি ঘুরছি একা একা
চলে গেছে শাহাদত হারু মাটির গহবরে,যারা আছে দিবানিশি ঘুরি ও পায়নি দেখা।।
ছেড়ে গেছে মাতা পিতা, চলে গেছে ভাই বোন, আমার হিতাকাঙ্খী, আত্মীয়-স্বজন
মাঝে মাঝে আসি এ গায়ে, আবার আসিব ফিরে মায়ার বাঁধনে জীবনের শেষ সন্ধিক্ষণে।।

বাংলাদেশ সময়: ১:৪৯:০২ ● ২২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ