রোববার থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হবে পায়রায়

Home Page » জাতীয় » রোববার থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হবে পায়রায়
শনিবার ● ২৪ জুন ২০২৩


 দেশের সব চেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র পায়রা

বঙ্গ-নিউজ: ইন্দোনেশিয়া থেকে কয়লা এসে পৌঁছেছে বাংলাদেশে। এতে প্রায় এক মাস বন্ধ থাকার পর  রোববার থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করছে দেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎকেন্দ্র পায়রা।

বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎকেন্দ্রটির মালিকানা প্রতিষ্ঠান বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির (বিসিপিসি) ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল।

তিনি বলেন, আজ শুক্রবার পায়রা বন্দরে জাহাজ থেকে কয়লা খালাস শুরু হয়েছে। কয়লা খালাসের পর সব ঠিকঠাক থাকলে রোববার থেকে পায়রা বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু করার কথা রয়েছে।

ডলার সংকটের কারণে কয়লা আমদানি করা যাচ্ছিল না। এতে গত ৫ জুন পায়রা বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে যায়।

বিসিপিসি জানায়, ইন্দোনেশিয়া থেকে ৪০ হাজার টন কয়লা নিয়ে এম ভি আথেনা জাহাজ শুক্রবার পায়রা বন্দরে এসে পৌঁছায়। ৩-৪ দিনের মধ্যে কয়লা নিয়ে দ্বিতীয় জাহাজটিও বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

তিন বছর আগে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার পর এবারই প্রথম বন্ধ হয়ে যায় এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎকেন্দ্র পায়রা। এতে বেড়ে যায় লোডশেডিং।

বাংলাদেশ সময়: ১১:১৪:৩০ ● ২১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ