মঙ্গলবার ● ১৮ জুলাই ২০২৩
সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রদান
Home Page » জাতীয় » সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রদান
বঙ্গ-নিউজ: চলতি বছরের ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রদান করা হয়েছে। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
আজ অতিরিক্ত সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, চাকরিরত সরকারি কর্মচারীরা গ্রেড অনযায়ী ন্যূনতম প্রণোদনা এক হাজার টাকা এবং অবসরে যাওয়া কর্মচারীরা পাবেন ন্যূনতম প্রণোদনা ৫০০ টাকা।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের পাঁচ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রদান করা হলো। এ সুবিধার ক্ষেত্রে চাকরিরতরা পাবেন গ্রেড অনযায়ী নূন্যতম এক হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে নূন্যতম ৫০০ টাকা।
বাংলাদেশ সময়: ১৯:৫৯:৫৭ ● ৩৭৭ বার পঠিত