সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Home Page » সারাদেশ » সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০২৩


সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

 বঙ্গনিউজঃ  হবিগঞ্জের বাহুবলে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ১১ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টায় কুলাউড়া ও আখাউড়া থেকে দুটি রিলিফ ট্রেন এসে রেল যোগাযোগ স্বাভাবিক করে।

গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার রাউদগাঁও নামক স্থানে দুটি বগি লাইনচ্যুত হয়। এর পর থেকে উদ্ধারকাজ চলছিল।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আবুল খায়ের জানান, আখাউড়া থেকে সিলেট সিলেটগামী তেলবাহী ট্রেনটি রাউদগাঁও এলাকার কাছাকাছি পৌঁছলে দুটি বগি লাইনচ্যুত হয়। প্রায় ১১ ঘণ্টা পর দুটি রিলিফ ট্রেনের মাধ্যমে বগিগুলো উদ্ধার করে আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০৮:৩৪ ● ১০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ