রাজধানীতে শাইখুল হাদীসের নামে সড়ক নামকরণ

Home Page » জাতীয় » রাজধানীতে শাইখুল হাদীসের নামে সড়ক নামকরণ
সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬


রাজধানীতে শাইখুল হাদীসের নামে সড়ক নামকরণ

দেশের বরেণ্য আলেম শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ:-এর নামে রাজধানীর মোহাম্মদপুরের একটি সড়কের নামকরণ করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে শাইখুল হাদীসের ছেলে ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
‘আল্লামা আজিজুল হক সড়ক’টি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মোহাম্মদপুরে অবস্থিত। মোহাম্মদপুর থেকে বছিলা ব্রিজগামী সড়কটির এই নতুন নামকরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, ‘কিছুক্ষণ আগে জানতে পারলাম, আজ রাতে মোহাম্মদপুর থেকে বছিলা ব্রিজগামী সড়কটিতে নতুন নামকরণের প্রক্রিয়া চলছে। সেখানে ব্রিজের পূর্ব প্রান্তে কোনো এক জায়গায় শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকের নামে সাইনবোর্ড স্থাপন করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় কারো কারো মাঝে দ্বিধা-সংশয় সৃষ্টি হচ্ছে। এমন পরিপ্রেক্ষিতে কেউ কেউ বিষয়টি আমার কাছে জানতে চান, আমি এই বিষয়ে অবগত কিনা? যতটুকু আমার অবগতিতে আছে, আমি তা তাদেরকে অবহিত করেছি।’

তিনি আরো বলেন, ‘স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব পালনকালীন সময়ে যে সকল ভালো উদ্যোগ নিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি হলো, ঢাকার কিছু গুরুত্বপূর্ণ সড়কের নাম বুজুর্গ আলেমদের নামে নামকরণ করা। প্রথমে তারা হাফেজ্জী হুজুর রহ:-এর নামে একটি সড়কের নামকরণ করেন। এরপরই তারা মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তা থেকে বছিলা হয়ে আল্লামা আজিজুল হক রহ:-এর কবরস্থানগামী বছিলা ব্রিজের সড়কটিকে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ:-এর নামে নামকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রক্রিয়াটি কয়েক মাস আগে শুরু হয়। সরকারি সিদ্ধান্ত গ্রহণের সকল পর্ব শেষে এখন এটি বাস্তবায়নের পথে রয়েছে।

মাওলানা মামুনুল হক বলেন, বছিলাবাসীর সাথে শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ:-এর দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী কালের যে হৃদ্যতা ও আন্তরিক ভালবাসার গভীর সম্পর্ক, তাতে আমার ব্যক্তিগত মতামত হলো- এই সড়কটি শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ:-এর নামে নামকরণ হওয়া বছিলাসহ এলাকাবাসীর জন্য সৌভাগ্য ও আনন্দের উপলক্ষ।

উল্লেখ্য, গতবছরের ডিসেম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কসাইবাড়ি থেকে কাঁচকুড়া বাজার পর্যন্ত সড়কটির নামকরণ করা হয়েছে প্রখ্যাত আলেম ও সর্বজনশ্রদ্ধেয় ইসলামী ব্যক্তিত্ব মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে। এরপর আরো একটি সড়কের নাম দেশের আরেক বুযুর্গ আলেমের নামে করা হলো।

বাংলাদেশ সময়: ১৫:২৯:২৩ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ