পুলিশের ডিএসপি হলেন ক্রিকেটার শাদাব খান

Home Page » ক্রিকেট » পুলিশের ডিএসপি হলেন ক্রিকেটার শাদাব খান
শুক্রবার ● ২২ ডিসেম্বর ২০২৩


 শাদাব খান  | ছবি: টুইটার

বঙ্গ-নিউজঃ  সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ভক্ত-সমর্থকদের চমকে দিয়েছেন শাদাব। ক্রিকেটার শাদাবকে পাঞ্জাব পুলিশের সম্মানজনক ডেপুটি সুপারিনটেন্ডেন্টের (ডিএসপি) পদ নিযুক্ত করেছে পাঞ্জাব প্রশাসন। পাঞ্জাব রাজ্য পুলিশের প্রধান ড. উসমান আনওয়ারের হাত ধরে এই সম্মানজনক পদ পেয়েছেন শাদাব। তবে শাদাব চাইল পুলিশের যেকোনো বিভাগে কাজ করতে পারবেন। দারুণ এক অধ্যায় শুরু করতে পেরে রোমাঞ্চিত ও গর্বিত শাদাব জানিয়েছেন, ‘আমাকে সম্মানজনক ডিএসপির পদে নিযুক্ত করেছে পাঞ্জাবের আইজি এবং পুলিশ ডিপার্টমেন্ট। যেকোনো উপায়ে তাদের সেবা করার সুযোগ পাওয়ায় আমি সম্মানিত ও গর্বিত। আমরা সবাই পরিবর্তনের কথা বলেছি, আসুন আমরা সেটি বাস্তবায়ন করি এবং পরবর্তী প্রজন্মকেও আহবান জানাই।’

বাংলাদেশ সময়: ১১:৪৩:৪৯ ● ১৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ