
সোমবার ● ৪ মার্চ ২০২৪
প্রধানমন্ত্রী বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে
Home Page » জাতীয় » প্রধানমন্ত্রী বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে
বঙ্গনিউজঃ সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২৩ এর আনুষ্ঠানিক কুচকাওয়াজ পিলখানায় অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।
প্রধানমন্ত্রী সোমবার সকাল সাড়ে ৯টায় বিজিবি সদর দপ্তরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন। এরপর তিনি আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
বিজিবি দিবসের এ অনুষ্ঠানে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৭২ বিজিবি সদস্যকে পদক প্রদান করার কথা রয়েছে। এর পাশাপাশি তিনি বিজিবি সদস্যদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করবেন।
বাংলাদেশ সময়: ১১:০৯:৫৪ ● ২৮৪ বার পঠিত