বাইডেন ও ট্রাম্প দলীয় প্রার্থিতা নিশ্চিত করলেন

Home Page » বিশ্ব » বাইডেন ও ট্রাম্প দলীয় প্রার্থিতা নিশ্চিত করলেন
বুধবার ● ১৩ মার্চ ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজঃ   চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আবারও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক ডোনাল্ড ট্রাম্পের মধ্যে লড়াই নিশ্চিত হলো। দলীয় প্রার্থিতা পেতে দুজনই মঙ্গলবার প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছেন। তবে তাদেরকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ার জন্য গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মনোনয়ন প্রাপ্তি নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাররা আবারও লড়াইয়ের সুযোগ দেওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। এমন একটা সময় তাকে সমর্থন দেওয়া হয়েছে যখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণ নির্বাচনের দিকে মনোনিবেশ করে আমেরিকার জন্য অধিক হুমকি সৃষ্টি করেছেন। এখন দেশের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেবেন ভোটাররা।

এদিকে আগামীর নির্বাচনকে সবচেয়ে গুরুত্ব দাবি করে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘আমাদের এখন জো বাইডেনকে হারানোর জন্য কাজ করতে হবে। কারণ এবারের নির্বাচন আপনাদের অংশ নেওয়া নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৫৭ ● ৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ