মাসের প্রথম পাঁচ দিনে বাংলাদেশ ৪৫.৫৪ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে

Home Page » অর্থ ও বানিজ্য » মাসের প্রথম পাঁচ দিনে বাংলাদেশ ৪৫.৫৪ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে
মঙ্গলবার ● ৯ এপ্রিল ২০২৪


প্রতীকী ছবি-ডলার

বঙ্গ-নিউজ: মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের আগে এপ্রিল মাসের প্রথম পাঁচ দিনে বাংলাদেশ ৪৫.৫৪ কোটি ডলারেরও বেশি রেমিট্যান্স পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের (৮ এপ্রিল) প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের আগে গড়ে প্রতিদিন ৯.১০ কোটি ডলারের বেশি দেশে এসেছে।

গত মার্চে দেশে ১.৯৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল, যা আগের বছরের তুলনায় ১.২৩% কম। তবে সাধারণত ঈদের আগে রেমিট্যান্সের প্রবাহ আরও বাড়ে।

ব্যাংকারদের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে প্রতি সপ্তাহে ৪০০-৫০০ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এর মানে হলো এপ্রিলের প্রথম পাঁচ দিনে আরও বেশি রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ সময়: ২০:০২:৪০ ● ৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ