পিটার হাসের গা ঢাকা দেওয়ার অভিযোগ সঠিক নয়-ম্যাথিউ মিলার

Home Page » জাতীয় » পিটার হাসের গা ঢাকা দেওয়ার অভিযোগ সঠিক নয়-ম্যাথিউ মিলার
মঙ্গলবার ● ৯ এপ্রিল ২০২৪


ফাইল ছবি-ম্যাথিউ মিলার

বঙ্গ-নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নির্বাচনের আগে আত্মগোপন করেছিলেন - ভারতের একজন কূটনীতিকের এই অভিযোগ সঠিক নয়।

গতকাল পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র এ তথ্য জানান।

সাংবাদিক জানতে চান, ‘একতরফা নির্বাচনের আগে ভারতের চাপে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কি গা ঢাকা দিয়েছিলেন – এটা কি সত্যি?’ উল্লেখ্য, নতুন দিল্লিতে একটি বইয়ের উন্মোচন অনুষ্ঠানে একজন জ্যেষ্ঠ ভারতীয় কূটনীতিক এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সম্প্রতি এমন অভিযোগ করেছিলেন।

জবাবে ম্যাথিউ মিলার বলেন, `আমি নতুন দিল্লিতে বই উদ্বোধনের সব অনুষ্ঠান খুঁটিয়ে দেখিনি, কিন্তু না, এই অভিযোগটি সঠিক নয়।’

সাংবাদিক পুনরায় একই বিষয়ে জানতে চাইলে মুখপাত্র কৌশলে অন্য প্রসঙ্গে চলে যান এবং বলেন, ‘আমার হাতে আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে, যতই আমি এটি নিয়ে আলোচনা করতে চাই না কেন।’

বাংলাদেশ সময়: ২০:১২:১৭ ● ৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ