
সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী
Home Page » জাতীয় » প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরীবঙ্গ-নউজ: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ আজ এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার আশিক চৌধুরীকে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল।
বাংলাদেশ সময়: ২০:৩১:১৯ ● ৭৮ বার পঠিত