
বিশেষ প্রতিনিধি বঙ্গনিউজঃ সোমবার রাত ১১টার সময় ব্যারিষ্টার তুরিন আফরোজকে তার উত্তরার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ টিম ব্যারিষ্টার তুরিনকে গ্রেফতার করে । ওসি হাফিজুর রহমান বঙ্গনিউজকে জানান , ব্যারিষ্টার তুরিনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা রয়েছে। হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে নিয়ে যাওয়া হয় উত্তরা পশ্চিম থানায়।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মুহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত মার্চ মাসে তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরার পশ্চিম থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। এই মামলার পরিকল্পনাকারী হিসেবে এজাহারভুক্ত ৩০ নম্বর আসামি তিনি। জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এক ব্যক্তি তার বিরুদ্ধে এই মামলা করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে ২০১৩ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ।
