মঙ্গলবার ● ৬ মে ২০২৫

আগামী ৫ জুন থেকে ১৪ জুন টানা ১০ দিন ঈদুল আযহার ছুটি ঘোষণা

Home Page » জাতীয় » আগামী ৫ জুন থেকে ১৪ জুন টানা ১০ দিন ঈদুল আযহার ছুটি ঘোষণা
মঙ্গলবার ● ৬ মে ২০২৫


প্রতীকী ছবি- বাংলাদেশ সরকারের লোগো

বঙ্গ-নিউজ: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ১০ দিনের ছুটির ঘোষণা করা হয়েছে। এই ছুটি আগামী ৫ জুন শুরু হয়ে ১৪ জুন শেষ হবে।

আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে উপস্থিত একজন দায়িত্বশীল উপদেষ্টা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই দীর্ঘ ছুটির সমন্বয়ের জন্য ঈদের আগে ১৭ মে ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনেও সব সরকারি অফিস খোলা থাকবে। এর ফলে কর্মদিবসের ভারসাম্য বজায় রেখে কর্মকর্তা-কর্মচারীরা নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে ঈদুল আযহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

উল্লেখ্য, এ বছর পবিত্র ঈদুল ফিতরেও দেশবাসী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি উপভোগ করেছিলেন। সেই সময় সরকার ঈদ উপলক্ষে পাঁচ দিনের ছুটির সঙ্গে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বৃদ্ধি করেছিল। তার আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি থাকায় এবং মাঝে ২৭ মার্চ একদিন কর্মদিবস থাকায় ছুটির আমেজ দীর্ঘ হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯:১৩:৪৪ ● ২২ বার পঠিত