
বঙ্গ-নিউজ: একদিনে চার দেশে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ফিলিস্তিনের গাজার পাশাপাশি আজ ভোরে ইয়েমেন, লেবানন ও সিরিয়ায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৫৪ জন নিহত হয়েছে। খবর আল জাজিরার।
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় সামরিক হামলা আরও সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদন করেছে। একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে, পরিকল্পনার অংশ হিসেবে গাজা উপত্যকা ‘দখল’ করা হবে।
পরিকল্পনার ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে ধ্বংস করতে এবং অবশিষ্ট জিম্মিদের উদ্ধার করতে নতুন করে স্থল আক্রমণ করা হবে। তাই গাজার ২০ লাখের বেশি মানুষকে স্থানান্তরিত করা হবে।
নেতানিয়াহু অবশ্য বলেননি যে ইসরায়েলি সেনারা কতটা অঞ্চল দখল করবে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলি সেনারা প্রবেশ করবে এবং বেরিয়ে আসবে না।
এদিকে গাজাজুড়ে ইসরায়েলি আক্রমণ অব্যাহত রয়েছে। সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও ৫৪ জন নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৫২ হাজার ৫৬৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৮ হাজার ৬১০ জন আহত হয়েছে।
অবশ্য সরকারি মিডিয়া অফিস গাজায় মৃতের সংখ্যা ৬২ হাজারের বেশি বলে জানিয়েছে। তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজার হাজার মানুষকে মৃত ধরে নিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা, হত্যা ও ধ্বংস চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে আনুমানিক ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি লোককে জিম্মি করে নিয়ে আসা হয়। সেদিন থেকেই গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন।