বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫

শেখ হাসিনাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে ‘ভোটারবিহীন’ নির্বাচন নিয়ে মামলা

Home Page » জাতীয় » শেখ হাসিনাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে ‘ভোটারবিহীন’ নির্বাচন নিয়ে মামলা
বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫


ফাইল ছবি-শেখ হাসিনা

বঙ্গ-নিউজ: দেশের রাজনৈতিক ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বর্তমান ও সাবেক একাধিক মন্ত্রী, নির্বাচন কমিশনার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে ‘ভোটারবিহীন’ নির্বাচন আয়োজনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এই চাঞ্চল্যকর মামলাটি দায়ের করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া।

মামলার আসামীদের তালিকায় শেখ হাসিনা ছাড়াও রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

এছাড়াও, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহম্মদ, কে এম নুরুল হুদা, কাজী হাবিবুল আউয়াল, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আশিক উল হকসহ আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করা হয়েছে।

মামলার আর্জিতে বাদী অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া অভিযোগ করেন যে, আসামীরা পরস্পর যোগসাজশে ও ষড়যন্ত্রমূলকভাবে দশম (২০১৪), একাদশ (২০১৮) এবং দ্বাদশ (২০২৪) জাতীয় সংসদ নির্বাচনকে ভোটারবিহীন ও কারচুপিপূর্ণভাবে আয়োজন করেছেন।

তিনি আরও অভিযোগ করেন যে, আসামীরা তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করার অপচেষ্টা চালিয়েছেন, যার ফলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে। আর্জিতে বলা হয়, এই তিনটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে ফৌজদারী অপরাধ সংঘটিত করা হয়েছে।

আদালত মামলাটি গ্রহণ করেছেন কিনা বা পরবর্তী শুনানির তারিখ কবে নির্ধারণ করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এই মামলা দায়েরের ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০১:৫৮ ● ২৫ বার পঠিত