
বঙ্গ-নিউজ: ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন দলটির নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকেই বিদেশে পালিয়ে গেলেও এতদিন দেশেই ছিলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। অবশেষে দেশত্যাগ করলেন তিনিও।
শেখ হাসিনা সরকারের পতনের ৯ মাস পর গতকাল মধ্যরাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন দুইবারের সাবেক রাষ্ট্রপতি হামিদ। তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র।
জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরে যান আবদুল হামিদ। ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে সবুজ সংকেত পেয়ে রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
জুলাই আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় আবদুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়েছে। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নাম রয়েছে।
জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় আবদুল হামিদের বিরুদ্ধে মামলাটি হওয়ার আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করে অর্ধশতাধিক মামলা হয়েছে। তবে সেসব মামলার কোনোটিতেই আবদুল হামিদকে আসামি করা হয়নি।
আওয়ামী লীগের প্রবীণ নেতা আবদুল হামিদ ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন।