বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫

ভারত-পাকিস্তান উত্তেজনা, বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ ঘোষণা

Home Page » জাতীয় » ভারত-পাকিস্তান উত্তেজনা, বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ ঘোষণা
বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫


সংগৃহীত ছবি-ভারতের একটি বিমান বন্দর

বঙ্গ-নিউজ: ভারত-পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে দেশ দুটির বেশকয়েকটি বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সকালে বিমানবন্দরের কার্যক্রম স্থগিতের ঘোষণা আসে। খবর বিবিসির।

পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বৃহস্পতিবার ইসলামাবাদ, করাচি, লাহোর ও শিয়ালকোট বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখতে অনুরোধ জানিয়েছে।

এর আগে বুধবার ভোরে পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দেশটির আকাশসীমা ৪৮ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়। ভারতের হামলার পর বেশ কয়েকটি বিমানবন্দরও বন্ধ ঘোষণা করা হয়।

তবে কয়েক ঘণ্টার মধ্যে দেশটির বিমানবন্দর নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পাকিস্তানের ‘আকাশসীমা উন্মুক্ত’ এবং ‘বেসামরিক বিমান চলাচলের জন্য নিরাপদ’ দাবি করে তা ফের চালু করা হয়েছিল।

এদিকে ভারত উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে কমপক্ষে ২১টি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষিত বিমানবন্দরগুলো জম্মু-কাশ্মির ছাড়াও পাঞ্জাব, হিমাচল, রাজস্থান ও গুজরাট রাজ্যে অবস্থিত।

পাকিস্তানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতের বেসামরিক বিমান এয়ারলাইন্সগুলো এ ব্যাপারে যাত্রীদের সতর্ক করে বিবৃতি দিয়েছে।

আগের দিন বুধবারও ভারতে ৪০০ টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বিমানবন্দর থেকে অনেক যাত্রীকে ফেরত পাঠানো হচ্ছে।

পাকিস্তান সীমান্তের কাছে ভারতের সামরিক অভিযান শুরুর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২২ এপ্রিল পহেলগাম হামলার প্রতিশোধ নিতে ভারত পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা অপারেশন সিঁদুর নামে পরিচিত।

বাংলাদেশ সময়: ২০:১৭:০৪ ● ২২ বার পঠিত