১৭ মে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়

Home Page » জাতীয় » ১৭ মে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়
মঙ্গলবার ● ১৩ মে ২০২৫


আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়

বঙ্গনিউজ ডেস্ক ঃমাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। আগামী ১৭ মে এই মামলার রায় ঘোষণা করবেন আদালত।

মঙ্গলবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এ রায় ঘোষণার দিন ধার্য করেন।

এর আগে গতকাল সোমবার সকাল ১০টায় একই আদালতে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়।

প্রথম দিন কার্যক্রম শেষ না হওয়ায় আজ মঙ্গলবার যুক্ততর্ক উপস্থানের দিন ধার্য করা হয়।
গত ১৫ মার্চ মামলার মূল আসামি আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি একাই ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দিলেও গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া।

পরে ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যায়।

বাংলাদেশ সময়: ২০:২৮:১৮ ● ১৮ বার পঠিত




আর্কাইভ