যুদ্ধবিরতি, শর্ত লঙ্ঘন করলে কমান্ডারদের পাল্টা জবাব দেওয়ার পূর্ণ ক্ষমতা

Home Page » জাতীয় » যুদ্ধবিরতি, শর্ত লঙ্ঘন করলে কমান্ডারদের পাল্টা জবাব দেওয়ার পূর্ণ ক্ষমতা
মঙ্গলবার ● ১৩ মে ২০২৫


সংগৃহীত ছবি-ভারতীয় সেনাদের একাংশ

বঙ্গ-নিউজ:ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র (এডিজি পিআই) এক পোস্টে লিখেছেন, ‘২০২৫ সালের ১০-১১ মে রাতে যুদ্ধবিরতি ও আকাশসীমা লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পশ্চিম সীমান্তে মোতায়েন সেনা কমান্ডারদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন।’

ভারতীয় সেনাবাহিনীর ঐ মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বলেছেন, পাকিস্তান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করলে কমান্ডারদের পাল্টা জবাব দেওয়ার পূর্ণ ক্ষমতা দিয়েছেন ভারতের সেনাপ্রধান।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সেনাপ্রধান ১০ মে সামরিক অভিযানের মহাপরিচালকদের (ডিজিএমও) সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছেছেন, পাকিস্তান যুদ্ধবিরতির প্রতিশ্রুতি লঙ্ঘন করলে জবাব দিতে সেনা কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিয়েছে।

চার দিন ধরে সীমান্তে হামলার পর শনিবার অবশেষে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়।

যদিও যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘণ্টা পরই উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলতে শুরু করে। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি শনিবার গভীর রাতে এক প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করেছিলেন, ‘আমরা যে চুক্তিতে পৌঁছেছি তা বারবার লঙ্ঘন করা হচ্ছে।’
ভারত এই যুদ্ধবিরতির লঙ্ঘনকে খুব ‘গুরুত্বের সঙ্গে’ নিয়েছে এবং ভারতীয় সেনারা এর ‘যথোচিত জবাব’ দিচ্ছে বলেও জানান মিশ্রি।

তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার ভারতের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন।

পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে না এবং তারা তা করার কথা ভাবেওনি।’ ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ ‘ভিত্তিহীন ও বানোয়াট’ বলেও তিনি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৩৫ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ