
মঙ্গলবার ● ১৩ মে ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু
Home Page » প্রথমপাতা » ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালুবঙ্গ-নিউজ: শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু হয়েছে । গ্রিন ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের চারটি গাড়ি চালু হয়েছে।
প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সেবা চালু থাকবে। প্রাথমিকভাবে চারটি বৈদ্যুতিক গাড়ি দিয়ে যাত্রা শুরু হলেও, ভবিষ্যতে আরও ১৪টি গাড়ি যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মাহাবুব তালুকদার।
এই শাটল সার্ভিসের ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১০ টাকা এবং সর্বোচ্চ ২০ টাকা। প্রতিটি শাটলে ১৪ জন যাত্রী বসতে পারবেন এবং গাড়িগুলো পরিচালনায় থাকবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বেচ্ছাসেবকরা।
এই সেবায় কুয়েত মৈত্রী হলসহ সংলগ্ন হলগুলোর শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবেন। শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের পাশাপাশি এটি পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রেও একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ২০:০০:২০ ● ৩০ বার পঠিত