আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন জবি উপাচার্য-কোষাধ্যক্ষ

Home Page » জাতীয় » আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন জবি উপাচার্য-কোষাধ্যক্ষ
বুধবার ● ১৪ মে ২০২৫


আন্দোলনরত জবি শিক্ষার্থীদের পাশে উপাচার্য-কোষাধ্যক্ষ

বঙ্গ-নিউজ: তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন।

আজ বিকেল সোয়া ৩টার দিকে কাকরাইল মসজিদের সামনে অবস্থানরত আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তারা। একই সঙ্গে পুলিশি হামলার বিষয়ে খোঁজখবরও নেন তারা।

এর আগে, সকালে ক্যাম্পাস থেকে ‘লং মার্চ টু যমুনা’ শুরু করেন শিক্ষার্থীরা। কিন্তু দুপুর ১টার দিকে কাকরাইল এলাকায় পৌঁছালে পুলিশ তাদের মিছিলে বাধা দেয়। বাধা ভাঙতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হন। ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা কাকরাইল মসজিদের সামনের সড়কে বসে পড়েন এবং অবস্থান কর্মসূচি শুরু করেন। এর বৃষ্টি হলেও স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। বিকেলে জবির আরও শিক্ষার্থী সেখানে এসে যোগ দেন।

শিক্ষক সমিতির সেক্রেটারি আহত ড. মো. রইছ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো।

পুলিশি হামলার বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, পুলিশ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। সহকারী প্রক্টরের ওপর আঘাত করেছে। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পুলিশ অমানবিক আচরণ করেছে। এর বিচার না হওয়া পর্যন্ত কেউ রাস্তা ছেড়ে যাবে না।

রমনা জোনের ডিসি মাসুদুল আলম বলেন, পুলিশের ২০ জন সদস্য আহত হয়েছেন। যমুনার সামনে যাওয়া বা সেখানে অবস্থান-সমাবেশ করার কোনো সুযোগ নেই।

তবে আন্দোলনকারীরা বলছেন, কয়েকদিন আগেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনা ঘেরাও করা হয়েছে। সেখানে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তখন কোনো ধরনের বাধা দেয়নি। উল্টো গরমে বিক্ষোভকারীদের স্বস্তি দিতে তাদের ওপর ঠান্ডা পানি স্প্রে করার ব্যবস্থা করেছে সরকার।

বাংলাদেশ সময়: ২০:০৭:৫৬ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ