
সোমবার ● ১৯ মে ২০২৫
এবার কি পুরো ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ
Home Page » জাতীয় » এবার কি পুরো ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধবঙ্গনিউজ: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পর এবার পুরো ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
গতকাল এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগান। তিনি লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন লক্ষ্মীপুরের বাসিন্দা ও জাতীয় নাগরিক পার্টির কর্মী হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে। নোটিশে প্রধান নির্বাচন কমিশনার, আইন সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে হোসাইন মোহাম্মদ আনোয়ার বলেন, আওয়ামী লীগ দমন-নিপীড়ন চালিয়েছে ১৪ দলীয় জোটের সম্মিলিত সিদ্ধান্তে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও বাকি শরিক দলগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই সেসব দলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।
১৪ দলের আওতাধীন দলগুলোর মধ্যে রয়েছে- জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, বাসদ (রেজাউর), সাম্যবাদী দল, জাসদ (ইনু), ন্যাপ (মোজাফফর), তরিকত ফেডারেশন, গণ আজাদী লীগ, শ্রমিক কৃষক সমাজবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি ও কমিউনিস্ট কেন্দ্র।
নোটিশে উল্লেখ করা হয়, যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়, তাহলে তাদের মিত্র দলগুলোর ক্ষেত্রেও একই মানদণ্ড প্রযোজ্য হওয়া উচিত। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে।
বাংলাদেশ সময়: ১৯:৫৮:৩৩ ● ১২৮ বার পঠিত