প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

Home Page » জাতীয় » প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
সোমবার ● ১৯ মে ২০২৫


ফাইল ছবি-জো বাইডেন

বঙ্গনিউজ: প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার শরীরে রোগটি ধরা পড়েছে ভয়াবহ মাত্রায়, যা এরইমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে। সাবেক প্রেসিডেন্টের কার্যালয় রবিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।

বাইডেনের কার্যালয় জানিয়েছে, ৮২ বছর বয়সী বাইডেন গত সপ্তাহে প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। গত শুক্রবার পরীক্ষানিরীক্ষায় তার প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে।

চিকিৎসকরা বলছেন, বাইডেনের প্রোস্টেট ক্যানসার বেশ আগ্রাসী পর্যায়ে চলে গেছে। তার গ্লিসন স্কোর ১০ এর মধ্যে ৯। প্রোস্টেট ক্যানসারের মাত্রা বোঝাতে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে গ্লিসন স্কোর নির্ণয়। ক্যানসার কতটা তীব্র এবং কোন ধরনের চিকিৎসা দরকার হতে পারে, সেটি এই স্কোর থেকে জানা যায়।

যুক্তরাজ্যের বৃহত্তম ক্যানসার গবেষণা সংস্থা ক্যানসার রিসার্চ ইউকের তথ্যমতে, বাইডেনের যে মাত্রায় ক্যানসার ধরা পড়েছে, তা `উচ্চ-গ্রেড’ হিসেবে বিবেচিত হয়। এটা দেহে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

এদিকে বাইডেনের চিকিৎসার বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছেন তার পরিবার। ক্যানসার ধরা পড়ার খবরে বাইডেনের নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকেও তাকে সহানুভূতি জানানো হয়েছে।

বাইডেনের উত্তরসূরি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, জো বাইডেনের ক্যান্সার ধরার পড়ার খবরে আমি ও ফার্স্ট লেডি মেলানিয়া গভীরভাবে মর্মাহত।

ট্রাম্প তার পোস্টে আরও বলেন, আমরা জো বাইডেন ও তার পরিবারকে আন্তরিক শুভকামনা জানাচ্ছি। জো বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করছি আমরা।

বাংলাদেশ সময়: ১৯:৪৯:১৬ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ