রবিবার ● ২৫ মে ২০২৫

ডাঃ খালেদ মাহমুদ এর কবিতা ‘অতিক্রম করছি খুঁটি বিহীন পৃথিবীর ছাদ’

Home Page » সাহিত্য » ডাঃ খালেদ মাহমুদ এর কবিতা ‘অতিক্রম করছি খুঁটি বিহীন পৃথিবীর ছাদ’
রবিবার ● ২৫ মে ২০২৫


অতিক্রম করছি খুঁটি বিহীন পৃথিবীর ছাদ
জীবনের ব্যাপ্তি বিষয়ে যদি
আমাকে জিজ্ঞেস করা হয়
আমি বলবো শৈশব যৌবন
আর বার্ধক্যের সমষ্টির নাম জীবন।
শৈশব আর বার্ধক্যের
সংযোগ সেতু দৃশ্যমান নয় বলে
আমরা তাকে এ কালের গণ্ডিতে না রেখে
তার নাম দিয়েছি পরকাল।
শূন্যতার বালিয়াড়ি শুধু
কথার কথা
আসলে জীবন মানে শুরু আর গতিময়তার বয়ান!
শেষ বলে নি:শ্বেষ হওয়ার
শ্রুতিমধুরতা বেমানান।
জীবনের এক নাম বিশ্বাস
আত্মার এক নাম বিশ্বাস
সময়ের এক নাম বিশ্বাস
ইহকালের এক নাম বিশ্বাস
পরকালের এক নাম বিশ্বাস
আমাদের রক্ত মাংস হাঁড়
হৃৎপিণ্ড আর মগজ
বিশ্বাসের উপর ভর করে
অতিক্রম করে খুঁটি বিহীন পৃথিবীর ছাদ।

ডাঃ খালেদ মাহমুদ

বাংলাদেশ সময়: ২০:৫৫:৫১ ● ৪৩৮ বার পঠিত