আকাশ মাহমুদ এর কবিতা ‘আমার পরিচয়’

Home Page » সাহিত্য » আকাশ মাহমুদ এর কবিতা ‘আমার পরিচয়’
রবিবার ● ২৫ মে ২০২৫


আমার পরিচয়
আমি নিতান্ত এক কবি,
কথায় আঁকি আমি সুন্দর মনোহর ছবি।
মিথ্যা আমি বলিনা,
মিথ্যুকদের সাথে চলিনা।
করি সৃষ্টিকর্তার গুণগান,
মানুষকে কখনো করিনা অপমান।
দিই না আমি কথার ব্যথা,
হেট করিনা কারো মাথা।
মানুষের চেয়ে এ পৃথিবীতে বড় কেহ নাই ভাই,
এ মন জেনেছে এ মন মেনেছে তাই।
বুকে মোর আছে ভালোবাসা,
মানব হৃদয়ে আমি বাঁধি বাসা।
ভালোবাসা বিলালো যারা এ ধরায় তাদের স্মরণ করি,
হিংসা ভুলে ভালোবাসা ভরা সুন্দর পৃথিবী গড়ি।
এতিমেরে আমি অনেক ভালোবাসি,
তাইতো আমি তাদের খুব কাছে আসি।
পৃথিবীর যত অনাথ আর যারা আছে অসহায়,
বড় সাধ হয়, বড় সাধ হয়- হই আমি তাদেরই সহায়।
কখনো ভুলিনা তাদের দান,
দেশের তরে যারা বিলালো প্রাণ।
আমি কুষ্টিয়ার সন্তান,
মোর কাছে সবার উপরে বাংলাদেশের মান।
যারা বাঁচালো মাতৃভাষা,
মিটালো মোদের মনের আশা,
মোর মনে তারা বেঁধেছে বাসা,
তাদের জানাই আমি সশ্রদ্ধ ভালোবাসা।
আমি নইতো নিরাশা,
নইতো দূরাশা,
যে ভালোবাসা জাগায় আশা,
আমি তোমাদের সেই ভালোবাসা।
আমি মরমি,
আমি দরদী।
কেউ কেউ বলে আমি নায়ক,
সেটা ঠিক- তবে হতেও পারি আমি গায়ক!
আমি মানবতাবাদী এক কবি,
আমি আঁকি মানব হৃদয়ের সুন্দর ছবি।
আমি মানুষের মাঝে মনুষ্যত্ব খুঁজি,
এটাই মানুষের আসল পরিচয়, এটাই জানি- এটাই বুঝি।
আমি বঞ্চিতের আবৃত্তিকার,
যত অন্যায় এ ধরায় তার বিরুদ্ধে দিতে চাই হুংকার।
সাহিত্যের একজন বলেই ফেলেছে : আমি হিউম্যানি,
তাকে বললাম: আমি তোমার মনের কথা জানি।
ধ্বংস নয়- আমি সৃষ্টিশীল,
আমি মানুষের ভালোবাসা মুক্তি অনাবিল।
বন্ধুত্ব তখনি চাই,
যদি কখনো নি:স্বার্থ বন্ধুত্ব পাই।
যত আছেন মোর বড়ভাই,
তাদের আমি শুধু স্নেহ চাই।
আমি ভাই সেই মানুষ,
যে কখনো হয়না বেহুঁশ।
করিনা আমি কখনো নেশা,
দেশরক্ষা আর দেশগড়া মোর পেশা।
না ছুঁয়ে নেশা খাই ভাই মধু,
হিংসা হানাহানি নয়- ভালোবাসি শুধু।
করিনা আমি কখনো ছল,
আমি তোমাদের মানসিক বল।
পৃথিবী ছেড়ে এ কবি চলে গেলে,
মনে রেখো ভাই যেওনা ভুলে।
থেকো ভাই তোমরা- অনেক ভালো থেকো,
এ কবিরে শুধু মনে রেখো।

বাংলাদেশ সময়: ২১:৩০:৫৬ ● ৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ