
বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫
গাজায় জরুরি মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত
Home Page » জাতীয় » গাজায় জরুরি মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহতবঙ্গনিউজ: জাতিসংঘ জানিয়েছে, গাজা উপত্যকার প্রায় ৮৫ শতাংশ এলাকাই এখন ইসরায়েলি সামরিক অঞ্চল অথবা বাস্তুচ্যুতির নির্দেশের আওতায় রয়েছে। এর ফলে সেখানে এক ‘চরম মানবিক বিপর্যয়’ সৃষ্টি হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই উদ্বেগজনক তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, ইসরায়েলের এই সামরিক অঞ্চল ঘোষণা ও বাস্তুচ্যুতির আদেশের কারণে জরুরি মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে সাহায্যনির্ভর সাধারণ মানুষ ও সহায়তাকর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ডুজারিক জানান, সম্প্রতি খান ইউনিসের দুটি আবাসিক এলাকার প্রায় ৮০ হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নতুন নির্দেশ দিয়েছে ইসরায়েল। জাতিসংঘের সহযোগী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই আদেশের ফলে ‘আল সাতার’ নামের একটি গুরুত্বপূর্ণ জলাধার সাধারণ ফিলিস্তিনিদের নাগালের বাইরে চলে গেছে। এই জলাধারটি খান ইউনিসের প্রধান পানি সরবরাহ কেন্দ্র এবং ইসরায়েলি পাইপলাইনের সঙ্গে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। তিনি সতর্ক করে বলেন, ‘এই জলাধারটি বন্ধ হয়ে গেলে পুরো শহরের পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে, যা এক ভয়াবহ মানবিক সংকট তৈরি করবে।’
তিনি আরও বলেন, ‘এসব বাস্তুচ্যুতির নির্দেশ জরুরি পরিষেবাগুলোর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে এবং সাধারণ মানুষকে ক্রমাগত ছোট ও আরও জনবহুল এলাকার দিকে ঠেলে দিচ্ছে।’
জাতিসংঘের মুখপাত্র আরও জানান, গত মার্চে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় নতুন করে প্রায় সাত লাখ ১৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে শুধু গত রোববার থেকে সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় বাস্তুচ্যুত হয়েছে ২৯ হাজার মানুষ।
ডুজারিক বলেন, ‘বিগত চার মাসে গাজায় কোনো আশ্রয়সামগ্রী পৌঁছায়নি। আমাদের সহযোগী সংস্থাগুলোর জরিপ অনুযায়ী, ৯৭ শতাংশ আশ্রয়শিবিরে থাকা মানুষই খোলা আকাশের নিচে রাত কাটানোর কথা জানিয়েছে।’
সূত্র: আনাদোলু এজেন্সি
বাংলাদেশ সময়: ২০:১৪:২৫ ● ২১ বার পঠিত