
বঙ্গনিউজ: সরকারি চাকরি নিয়ে চলমান অসন্তোষ ও কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষাপটে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উত্থাপন করা এই সংশোধনী প্রস্তাব অনুমোদন পায়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে অধ্যাদেশটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। তবে প্রস্তাবিত সংশোধনের নির্দিষ্ট বিষয়বস্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলসহ বেশ কিছু দাবি নিয়ে সাম্প্রতিক সময়ে সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে আন্দোলনে নামে সরকারি কর্মচারীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই সরকার এই অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ নেয় বলে মনে করা হচ্ছে।