শাহিনা আফরোজ -এর কবিতা ‘বিবর্ণ আকাশ’

Home Page » সাহিত্য » শাহিনা আফরোজ -এর কবিতা ‘বিবর্ণ আকাশ’
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫


বিবর্ণ আকাশ
রকেটের ছাদে বসে আমি,
চেয়ে থাকি আকাশ থামি।
তারার গহনে রূপের খেলা,
স্বপ্ন জাগে মনে মেলা।
আটপৌরে শাড়ি তবু কত,
নাকে নোলক আলো যত।
হাতে চুড়ি, টিকলি মাথায়,
তোমার রূপে মনটা মাতায়।
অপলক দৃষ্টি তোমায় চায়,
হৃদয় শুধু কাছে যায়।
স্বপ্নে ভেসে ভাবি আমি,
প্রিয়া আসবে এই যে ক্ষণই।
কিন্তু হায়! কালো মেঘ,
দানব যেন আঁধার ঢেগ।
ছিনিয়ে নিলো রূপের সাজ,
আকাশ হলো দুঃখের মাঝে।
তুমি চাওনি যেতে দূরে,
চেয়েছিলে প্রিয়ের সুরে।
তবু শেষে হেরে গেলে,
কালো মেঘে মুছে গেলে।
চিৎকার, কান্না বাজে কানে,
রেখে গেলে দুঃখ গানে।
সাজ সজ্জা ঢেকে কালো,
বিবর্ণ আকাশ হলো জ্বালা।
চিরতরে হারালাম তাই,
রূপসী আকাশ আর ফের নাই।
প্রেমের রাত ভাঙলো শেষে,
আশার শিখা নিভলো হেসে।

কবি শাহিনা আফরোজ

বাংলাদেশ সময়: ৪:০৭:৩৮ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ