ইউক্রেন ম্যাচের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স

Home Page » খেলা » ইউক্রেন ম্যাচের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স
শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫


ইউক্রেন ম্যাচের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে নামার আগে বড় ধাক্কা খেল ফ্রান্স। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন পিএসজি তারকা উসমান ডেম্বেলে।

ফরাসি দৈনিক লেকিপ জানিয়েছে, গত রোববার তুলুজের বিপক্ষে পিএসজির ৬-৩ গোলে জয়ের ম্যাচে এই ইনজুরিতে পড়েন ডেম্বেলে। এরপর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেও বুধবার দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি।
আলাদা করে হালকা অনুশীলনে দেখা গেছে তাকে।
ধারণা করা হচ্ছে, পরের ম্যাচেই ফিরতে পারেন মাঠে। তবে ইউক্রেনের বিপক্ষে শুক্রবারের কঠিন লড়াইয়ে শুরুর একাদশে তাকে ঝুঁকি নিয়ে নামাবেন না ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।

চোটটা এমন সময়ে এসেছে, যখন ডেম্বেলে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন।
পিএসজির হয়ে ট্রেবল জয়ের পর থেকেই তার ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা নিয়ে চলছে জোর আলোচনা। তাই ইউক্রেন ম্যাচে ডেম্বেলে খেলতে না পারলে, দেশমকে নতুন করে সাজাতে হবে আক্রমণভাগ।
ফ্রান্স শিবিরে অবশ্য ইতিবাচক খবরও আছে। লিভারপুলের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে অনুশীলনে ফিরেছেন।
এতে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন দেশম।
সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচেই মাঠে নামতে পারেন ডেম্বেলে। তার আগে ইউক্রেনের বিপক্ষে দেশমকে ভরসা রাখতে হবে কিলিয়ান এমবাপ্পের গতিতে, আর মাঝমাঠে অহেলিয়া চুয়েমেনির নিয়ন্ত্রণে।

বাংলাদেশ সময়: ১৩:৪৯:২১ ● ৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ