নেইমারের মন্তব্যের কড়া জবাব দিলেন আনচেলত্তি

Home Page » খেলা » নেইমারের মন্তব্যের কড়া জবাব দিলেন আনচেলত্তি
বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫


 

 

নেইমারে এবং আনচেলত্তির ফাইল ছবি

২০২৩ এর অক্টোবরে শেষবার ব্রাজিলের জার্সিতে দেখা গিয়েছিল নেইমারকে। এরপর টানা ২২ মাস পর জাতীয় দলে ফেরার খুব কাছেই ছিলেন নেইমার। তবে বিশ্বকাপ বাছাইয়ের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ইনজুরিতে পড়েন নেইমার। যার কারণে দলে জায়গা হয়নি সান্তোসের এই ফুটবলারের। দলে জায়গা না পেয়ে নেইমার বলেছিলেন, ইনজুরি নয় অন্য কারণে দলে জায়গা হয়নি তার। নেইমারের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি।


শুক্রবার (৫ সেপ্টেম্বর) চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল। তার আগে সংবাদ সম্মেলনে নেইমারের সেই মন্তব্যের জবাব দিয়েছেন ব্রাজিলের কোচ। আনচেলত্তি বলেছেন, খেলোয়াড় কী করছে সবকিছু বিবেচনা করেই নেইমারকে দলে ডাকা হয়নি।আনচেলত্তি বলেন, ‘টেকনিক্যাল সিদ্ধান্ত অনেক কিছুর ওপর নির্ভর করে নেয়া হয়। খেলোয়াড়রা কী করছে, আগে কী করেছে এবং এখন কোন সমস্যা মোকাবিলা করছে—সব বিবেচনায় আসে।

 

ব্রাজিলের কোচ আরও বলেন, ‘শারীরিক ফিট থাকার শর্তটি নির্বাচক কমিটি খুব গুরুত্ব দিয়ে দেখে। আমি আগেও বলেছি, নেইমারের মতো খেলোয়াড়কে নিয়ে টেকনিক্যাল পর্যায়ে আলোচনার সুযোগ নেই। আমরা প্রতিটি ম্যাচে প্রতিটি খেলোয়াড়ের শারীরিক অবস্থা মূল্যায়ন করি। এই দলে প্রতিযোগিতা অনেক বেশি। বিশ্বকাপে খেলার মতো এখানে ৭০ জন খেলোয়াড় আছে।’

 

এদিকে জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়ার পর ফ্লুমিনেন্সের বিপক্ষে খেলেছেন নেইমার। গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন সাবেক বার্সেলোনার এই তারকা। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘আমার অ্যাডাক্টরে কিছুটা ফোলা ও অস্বস্তি ছিল। তবে সেটা গুরুতর কিছু নয়, যার প্রমাণ হলো আজ আমি খেলেছি। (জাতীয় দলে) আমাকে বাদ দেয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি।’


বিশ্বকাপ বাছাই পর্বে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। পয়েন্টে ইকুয়েডরের সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে সেলেসাওরা। উরুগুয়ে ও প্যারাগুয়ে তাদের চেয়ে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে। ৩৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা ধরাছোঁয়ার বাইরে।

 

বাংলাদেশ সময়: ১৫:৩৪:১২ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ