বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫
সালাউদ্দিনের বিপরীতে লড়বেন অধ্যাপক ড. মাইমুল আহসান খান
Home Page » জাতীয় » সালাউদ্দিনের বিপরীতে লড়বেন অধ্যাপক ড. মাইমুল আহসান খান![]()
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলটির মনোনয়ন সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড. মাইমুল আহসান খান।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে এনসিপির ডায়াসপোরা এলায়েন্স-এশিয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এই আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন সাবেক প্রতিমন্ত্রী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ।
সালাউদ্দিন আহমেদও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনবিভাগের ছাত্র ছিলেন, তিনি ১৯৮০ সালে ভর্তি হয়ে ১৯৮৪ সালে এলএলবি (সম্মান) ও ১৯৮৬ সালে এলএলএম (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন।
ড. মাইমুল আহসান খান ১৯৯০ সালে সহকারী অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং ২০০৭ সালে পূর্ণ অধ্যাপক পদে পদোন্নতি পান, এ ছাড়া, তিনি আইন বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এনসিপির বিবৃতিতে বলা হয়, মাইমুল আহসান খান তেহরানের ইমাম সাদিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিকী আদালতের বিচারকদের একজন ছিলেন, যেখানে মিয়ানমারের রাষ্ট্রপ্রধান অং সান সু চিকে তার দেশের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধনে সমর্থনের অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
তিনি ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনের একজন সাবেক ফেলো’ উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ২০১২ সালে আইআইই-স্কলার রেসকিউ ফান্ড কতৃক বিশ্বের নিগৃহীত হওয়া অন্যতম একজন অ্যাকাডেমিক হিসেবে ড. মাইমুল আহসান খানকে আখ্যায়িত করে।
মনোনয়নপত্রের আবেদনে অধ্যাপক মইনুল জানিয়েছেন, তিনি পূর্বে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু তার কোনো পদ-পদবি ছিল না।
বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগংয়ের আইন অনুষদের ডিন হিসেবে কর্মরত।
এর আগে, গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হলে কক্সবাজার-১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে মনোনয়ন দেওয়া হয়।
এ ছাড়া, এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন আবদুল্লাহ আল ফারুক।
বাংলাদেশ সময়: ২৩:২৩:৩২ ● ১৩ বার পঠিত