আজ তারুন্যের কবি রেজাউদ্দিন স্টালিন এর জন্মদিন

Home Page » Wishing » আজ তারুন্যের কবি রেজাউদ্দিন স্টালিন এর জন্মদিন
শনিবার ● ২২ নভেম্বর ২০২৫


 রেজাউদ্দিন স্টালিন

বাংলা আধুনিক কবিতার জগতে যাঁর নাম উচ্চারণ করা হয় গভীর শ্রদ্ধায়…
যিনি আশির দশকের কাব্যধারাকে শক্তিশালী ভাষা, তীক্ষ্ণ অনুভব এবং মানবজীবনের নিত্য জিজ্ঞাসায় নতুন দিগন্ত খুলে দিয়েছেন—
তিনি রেজাউদ্দিন স্টালিন।
১৯৬২ সালের ২২ নভেম্বর, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে তাঁর জন্ম।
পিতা শেখ বোরহানউদ্দিন আহমেদ—একজন প্রধান শিক্ষক,
মাতা রেবেকা সুলতানা—একজন নিবেদিত স্কুলশিক্ষিকা।
এমন সৌম্য, শিক্ষাময় পরিবারের পরিবেশেই তাঁর কাব্য-ভাবনার প্রথম বীজ রোপিত হয়।
শৈশব কাটে গ্রামবাংলার প্রকৃতির মাঝে, তারপর জীবনের পথ বদলায় কালিগঞ্জ ও যশোর নতুন উপশহরে।
মাত্র আট বছর বয়সে, তিনি তাঁর প্রথম কবিতা “শপথ” প্রকাশ করেন।
এই ছোট্ট বয়সে লেখা সেই কবিতাই যেন ঘোষণা করে—বাংলা কবিতায় এক নতুন কণ্ঠের আগমন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষে তিনি যুক্ত হন সাহিত্য, সাংবাদিকতা, টেলিভিশন উপস্থাপনা এবং সংস্কৃতি ক্ষেত্রের সক্রিয় কর্মকাণ্ডে।
পেশাগত জীবনে তিনি কর্মরত ছিলেন নজরুল ইনস্টিটিউটে,
আর বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে—যেখানে তিনি দেশের শিল্প-সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
রেজাউদ্দিন স্টালিনের প্রথম কাব্যগ্রন্থ “ফিরিনি অবাধ্য আমি”—আর তার পর থেকে শুরু হয় তাঁর নিরন্তর সৃষ্টিযাত্রা।
বাংলা সাহিত্যকে উপহার দিয়েছেন ৪৫টি কাব্যগ্রন্থ।
“আর্শীবাদ করি আমার দুঃসময়কে”, “আঙ্গুলের জন্য দ্বৈরথ”, “হিংস্র নৈশ্য ভোজ”, “সব জন্মে শত্রু ছিল যে”—
প্রতিটি গ্রন্থই তাঁর সময়ে মানবজীবন, রাজনীতি, যন্ত্রণা ও আশার গভীর অন্বেষণ।
তার পাশাপাশি রয়েছে প্রবন্ধগ্রন্থ “রবীন্দ্রনাথ আরোগ্য”, ছড়াগ্রন্থ “হাঁটতে থাকো” এবং উপন্যাস “সম্পর্কেরা ভাঙ্গে”।
তার কাব্য ইতোমধ্যে বাংলার সীমানা ছাড়িয়ে অনূদিত হয়েছে ইংরেজি, হিন্দি, উর্দু, ওড়িয়া, রুশ, জার্মান, চীনা, জাপানী ও ফরাসি ভাষায়—
যা তাঁর কবিতার বিশ্বমান স্বীকৃতিরই প্রমাণ।
২০০৬ সালে তাঁর অসামান্য সাহিত্যসাধনার স্বীকৃতি হিসেবে তিনি লাভ করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার—বাংলাদেশের অন্যতম প্রধান সম্মান।
ব্যক্তিজীবনে তিনি ১৯৯০ সালে বিবাহ করেন ওয়াহিদা আক্তারকে।
তাদের একমাত্র কন্যা তানিজিলা রেজা—যাকে তিনি জীবনের অন্যতম প্রেরণা হিসেবে দেখে থাকেন।
রেজাউদ্দিন স্টালিন—শুধু একজন কবি নন; তিনি সময়কে দেখার একজন সুনির্মল চেতনা।
যে চেতনা থেকে জন্ম নেয় নতুন শব্দ, নতুন ভাবনা, আর মানুষের ভেতরের আলোকে খুঁজে পাওয়ার এক অবিরাম সাধনা।
বাংলা কবিতার আকাশে তিনি এক উজ্জ্বল নক্ষত্র—
যাঁর কবিতা আমাদের বারবার মনে করিয়ে দেয়:
মানুষ বেঁচে থাকে তার শব্দের ভিতর, তার স্বপ্নের ভিতর, তার শিল্পের ভিতর।
বঙ্গনিউজ বিডিসি চ্যানেল পরিবারের পক্ষ থেকে এই মহান কবিকে তার জন্মদিনে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও গভীর ভালোবাসা।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:৪৪ ● ৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ