শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় নোয়াখালী জেলা যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল
Home Page » জাতীয় » খালেদা জিয়ার সুস্থতা কামনায় নোয়াখালী জেলা যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল 
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নোয়াখালী জেলা যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫ নোয়াখালীর চৌমুহনী সুগন্ধা কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি জি.এস. মঞ্জুরুল আযীম সুমন।
বক্তব্যে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা ও দ্রুত আরোগ্য জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” একই সঙ্গে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনসহ সকল রাজনৈতিক কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা যুবনেতা দীপু, সামছু তিবরীজ স্বপন, নুরুল আমীন, জি.এস. নিজাম উদ্দিন রুবেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১১:৩৫:০৭ ● ২৩ বার পঠিত