শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবের কারাদণ্ড

Home Page » অর্থ ও বানিজ্য » মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবের কারাদণ্ড
শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫


মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ফাইল ছবি

অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

আদালত জানায়, এক দশকেরও বেশি সময় আগে সাবেক প্রধানমন্ত্রী সরকারের ‘১এমডিবি’ তহবিল থেকে প্রায় ৫৪৩ মিলিয়ন ডলার অবৈধভাবে স্থানান্তর করেছেন। ৭২ বছর বয়সী নাজিবের বিরুদ্ধে আনা অর্থ পাচারের ২১টি অভিযোগ এবং ক্ষমতার অপব্যহারের চারটি অভিযোগের সবগুলোতে দোষী সাব্যস্ত করেছে আদালত। ক্ষমতার অপব্যহারের প্রত্যেকটির অভিযোগের জন্য ১৫ বছর করে এবং অর্থ পাচারের অভিযোগের প্রত্যেকটির জন্য পাঁচ বছর করে কারাদণ্ডের বিধান রয়েছে, তবে সাজার ঘোষণা এখনো দেয়া হয়নি।

আদালতের বিচারক কলিন লরেন্স সেকুয়েরাহ তার রায়ে বলেন, ‘আসামিপক্ষ দাবি করেছিলেন তার বিরুদ্ধে আনা এ অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসামূলক। কিন্তু তার বিরুদ্ধে থাকা অকাট্য এবং অখণ্ডনীয় তথ্য-প্রমাণ এ দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছে। এ তথ্য-প্রমাণগুলো স্পষ্টভাবেই প্রমাণ করে যে, তিনি ১এমডিবিতে নিজের পদের অপব্যবহার করেছেন এবং তার ক্ষমতার অপব্যবহার করেছেন।’

তদন্তকারীরা জানিয়েছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ তহবিল থেকে প্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার নাজিবের ব্যক্তিগত অ্যাকাউন্টসহ বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়ে নেয়া হয়েছে। তার উভয় মামলার আইনি কার্যক্রম সাত বছর ধরে চলে আসছে এবং আইনজীবীরা নাজিবসহ ৭৬ জন সাক্ষীকে আদালতে ডেকেছেন।

এটি ছিল একই আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত নাজিবের দ্বিতীয় বিচার। তহবিল আত্মসাতের জন্য তার প্রথম বিচার শুরু হয়েছিল ২০১৯ সালের এপ্রিলে।

এর আগে, ২০২০ সালে তাকে ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন। ১এমডিবি তহবিল থেকে ৯ দশমিক ৯ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে তাকে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। পরে আংশিক ক্ষমার মাধ্যমে তার সাজা অর্ধেক কমিয়ে আনা হয়।

সংবাদটির ভিডিও  নিচে দেখুন:

বাংলাদেশ সময়: ১১:৩৯:০৮ ● ১৮ বার পঠিত